মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা নারায়ণগঞ্জের এসপির

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১০:১৭ পিএম

নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেছেন, 'নারায়ণগঞ্জে যোগদানের পরেই বলেছিলাম মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে কাজ করবো৷ আপনারা জানেন, আমি এখানে আসার পর থেকেই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে৷ মাদকের ব্যাপারেও বক্তারা অনেককিছু বলেছেন৷ আমি এসপি হিসেবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম৷'

আজ শনিবার শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার আরো বলেন, 'আমরা সবাই যদি একযোগে কাজ করি তাহলে অবশ্যই এই জেলা থেকে মাদক নির্মূল সম্ভব। আমি কথা দিচ্ছি, জেলা পুলিশের কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তার চাকুরি থাকবে না।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপিস্থত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, র‌্যাব-১১ অধিনায়ক (সিইও) তানভীর মাহমুদ পাশা, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি ডা. শাহ নেওয়াজ চৌধুরী, কমিউনিটি পুলিশং জেলা কমিটির সহ-সভাপতি কাওসার আহাম্মেদ পলাশ, অফিস সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া, সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত আলী, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা কমিউনিটি পুলিশিং সভাপতি মোস্তফা কামাল, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. মাহাবুব রহমান বাবুল প্রমুখ। এর আগে জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এর সদস্যদের অংশগ্রহণে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: