বউ ফিরে পেতে হাইকোর্টে যুবক

রংপুর বদরগঞ্জের শ্যাম সুন্দর রায়। ভালোবেসে বিয়ে করেছেন একই জেলার হেমা শর্মাকে। তবে কন্যার পরিবারের সম্মতি না থাকায় কোর্ট ম্যারেজ করেন চলতি বছরের ১৩ জানুয়ারি। তারপর বেশ ঘরোয়াভাবেি সেরেছেন ধর্মীয় আনুষ্ঠানিকতা। কিন্তু বিয়ের আনন্দ টিকে নি তার ভাগ্যে। পরদিনই পুলিশ আর স্ত্রীর পরিবারের লোকজন হাজির হয় তার বাড়িতে। পাত্রীর বয়স ১৮ বছরের কম- এমন কারণ দেখিয়ে জোরপূর্বক তাকে ফিরিয়ে নিয়ে যান অভিভাবকরা অথচ মেয়ের জন্ম নিবন্ধন সনদ বলছে, জন্ম তারিখ ৫ মার্চ ২০০৩। সেই হিসাবে বিয়ের দিন তার বয়স ছিল ১৮ বছর ১০ মাস ১৩ দিন।
এটিই ছিলো ভালোবাসার মানুষের সাথে শেষ দেখা শ্যামের। ওই দিনের পর থেকে স্ত্রীর সঙ্গে আর দেখা হয়নি তার। এমনকি সুযোগ পাননি কথা বলারও। পরিবারের পক্ষ থেকে হেমাকে রাখা হয় আইন ও সালিশ কেন্দ্রের জিম্মায়। এমন পরিস্থিতিতে সোমবার (৩১ অক্টোবর) নিজের স্ত্রীকে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন শ্যাম। সব শুনে আগামী ১৩ নভেম্বর যেকোনো মূল্যে হেমাকে হাইকোর্টে হাজির করতে রংপুর জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
এই বিষয়ে শ্যামের পক্ষের আইনজীবী বলেন, তাদের বিয়ের পরদিন মেয়ের মা ও মামা এসে মেয়েকে নিয়ে যায়। হাইকোর্ট সবকিছু শোনার পর আগামী ১৩ নভেম্বর সকাল ১০টায় হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছে রংপুর জেলা পুলিশকে। একদিকে সংসারের সাধ মিটলো না হেমার। অন্যদিকে বদরগঞ্জ গার্লস কলেজে পড়াশোনাও একরকম বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় তার পরিবারের কেউ আদালতে ছিলেন না। এছাড়া বর্তমানে আইন ও সালিশ কেন্দ্রের জিম্মায় রয়েছেন হেমা শর্মা। পরিবারের লোকেরাই তাকে সেখানে রেখেছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: