স্কুলছাত্রী ছুরিকাঘাতের ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১১:৩১ পিএম

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে দিনে দুপুরে মুখোশধারীদের ছুরিকাঘাতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণি শাখার ছাত্রী আহত করার ঘটনায় গোয়েন্দা পুলিশ নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতিকে রাজুকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ছাত্রদল নেতার নাম ইব্রাহিম হোসেন রাজু (৩০)। নোয়াখালী পৌরসভার ২ নং মাষ্টারপাড়া বেলাল হোসেন ছেলে।

জানা যায়, গতকাল দুপুরে মাইজদী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে মুখোশধারী দুই যুবক অপ্রত্যাশিতভাবে অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ছায়া তদন্তে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও উপাত্ত যাচাই করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার মানিব্যাগ থেকে একটি কার্টার ব্লেড পাওয়া যায়।

এ বিষয়ে ছাত্রীর মা রোমানা আক্তার সাথী বিডি২৪লাইভকে জানান, গতকাল স্কুল ছুটি হওয়ার পর প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে আইসিএল কিন্ডারগার্টেন স্কুলের সামনে মোটরসাইকেলে করে মুখোশধারী বখাটেরা নিহারীকার বাম হাতের কব্জিতে ছুরিকাঘাত করে। তাহলে আমাদের মেয়েদেরকে কি স্কুলে পাঠাবো না। আমরা আতঙ্ক ও ভয়ে আছি। আমাদের মেয়েরা নিরাপদ কোথায়। দিনে দুপুর এভাবে ছুরিকাঘাত করবে কল্পনা করা যায়। আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায়। প্রশাসন কি করে। প্রশাসনের আরো কঠোর নজরদারি বাড়ানো দরকার। মাঝে মাঝে এসব বখাটেরা ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও উত্যক্ত করে। ঘটনার জড়িত সন্ত্রাসীদের কঠোর শাস্তি চাই। যেনো আর কোনো মায়ের ছেলে-মেয়ে এ রকম ঘটনার শিকার না হয়।

এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম বিডি২৪লাইভকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও উপাত্ত যাচাই করে সন্দেহভাজন ইব্রাহিম হোসেন রাজুকে গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করে। আটককৃত ব্যক্তি নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি কার্টার ব্লেড পাওয়া যায়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে রাষ্ট্র ও সরকার বিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির জন্য এই ধরনের অপকর্ম সংঘটিত করে চলেছে। এ বিষয়ে বিশেষ নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: