খাবারের সন্ধান করতে এসে খাঁচায় বন্দী হনুমান

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ০৯:১৯ এএম

ক্ষুধার তাড়নায় নিজের দেশের গন্ডি পেরিয়ে বাংলাদেশে এসেছিল একটি তরতাজা হুনুমান। কিন্তু লোকালয়ে মানুষের তাড়া খেয়ে প্রায় চার ঘন্টা পর ক্লান্ত হয়ে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের শিতলি হাসনা গ্রামের একটি আখ ক্ষেতে আশ্রয় নিয়েছিল হুনুমানটি। ঠিক সে সময় গ্রামবাসীরা আটক করেন তাকে।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকের কাছ থেকে খবর পেয়ে বনবিভাগের কর্মচারীরা উদ্ধার করে পঞ্চগড়ের বন বিভাগ অফিসে নিয়ে এসে খাঁচায় বন্দী করেন হনুমানটিকে। শনিবার তার স্বাস্থ্য পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে সংরক্ষনের জন্য।

স্থানীয়রা জানান প্রথমে দুপুরে হুনুমান টিকে দেখার পরপরই শিশু সহ প্রায় কিছু মানুষ হুনুমানটিকে ধরতে তাড়া করেন। কয়েক ঘন্টা পর একটি আখ ক্ষেতে ঢুকে পরেন হুনুমানটি। এ সময় খুব সহজেই হনুমানটিকে আটক করেন। আটকের পর হনুমানকে বিভিন্ন খাবার, ওষুধ খাওয়ান। বনবিভাগকে খবর দিলে বনবিভাগ হনুমানটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় এবং বনবিভাগের লোকজনের সাথে কথা বলে জানা যায় ভারত সীমান্তবেষ্টিত জেলা পঞ্চগড়। পাশ্ববর্তী দেশে ভারত থেকে এ জেলায় শাপ, বানর, বাঘ, নীলগাই, শুকুন ও বানর সহ বিভিন্ন বন্যপ্রানী লোকালয়ে দেখা গেলেও এবারই প্রথম স্থানীয়দের চোখে দেখা মিলেছে হনুমানের।

ধারনা করা হচ্ছে খাবারের সন্ধানে ক্ষুধার্ত অবস্থায় ভারত থেকে ছুটে আসে হুনুমানটি। লোকালয়ে হঠাৎ হুনমান দেখা গেছে এমন খবর পেয়ে স্থানীয়রা সহ বিভিন্ন এলাকার মানুষ জড়ো হয় হনুমান দেখতে। এলাকাবাসীরা বিস্মিত হয়েছেন হুনুমান দেখে।

সদর উপজেলার দশমাইল এলাকার বাসিন্দা মজাহিদুল ইসলাম মিলনের সাথে তিনি বলেন, আমি অনেক শুনেছি যে লোকালয়ে হুনুমান বের হয়, প্রায়শই কাছে গিয়ে হনুমান সাদৃশ বানর দেখতে পাই। এবার সত্যি সত্যি আমরা হনুমান দেখেছি পরে আমরা আটক করে বন বিভাগকে খবর দেই।

এবিষয়ে বন বিভাগের বীট কর্মকর্তা সুলতান আলী বলেন, আমরা সদর উপজেলা ইউএনও মহাদয় ও স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এসময় আমরা দেখতে পাই কালোমুখ হনুমানটিকে স্থানীয় আটক করে রেখেছে। হনুমানটি উদ্ধার করে বনবিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। হনুমানটির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা সেবা দিতে ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, হনুমান আটক করেছে স্থানীয়দের কাছে এমন খবর পেয়ে বনবিভাগকে বিষয়টি অবগত করি। পরে তারা গিয়ে হনুমানটি উদ্ধার করে নিয়ে আসেন। তবে সংরক্ষনের ব্যাপারে বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: