নৃত্য শেষে মারা গেলেন শিল্পী

মৌলভীবাজারের কমলগঞ্জে রাস উৎসবে দোহার নৃত্য শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাধবপুর শিববাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিল্পীর নাম পূর্ণচন্দ্র সিনহা (৬০)। তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। মৃত পূর্ণচন্দ্র সিনহা ইসলামপুর ইউনিয়নের কালারাই বিলের বাসিন্দা।
জানা যায়, মণিপুরি ললিতকলা অ্যাকাডেমির রাস উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর পর অস্বস্তি লাগে পূর্ণচন্দ্র সিনহার। পরে তিনি শিববাজার জোড়ামণ্ডপের পাশেই বোনের বাড়িতে যান। সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথেই মৃত্যুবরণ করেন পূর্ণচন্দ্র সিনহা। এ ছাড়া রাসোৎসব উপলক্ষে টানা কয়েকদিন ধরে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে নৃত্য শিল্পী মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, টানা বাদ্যযন্ত্র বাজানো ও বয়স বেশি হওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পূর্ণচন্দ্র সিনহা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: