বিজয় দিবসকে সামনে রেখে চলছে যাত্রা পালার মহড়া

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২, ০২:২৪ পিএম

রাজবাড়ীর পাংশা পৌরসভা চত্বরে ডিসেম্বর মাসে মহান বিজয় দিবসকে সামনে রেখে চলছে যাত্রা পালার মহড়া। মঙ্গলবার রাতে পৌরসভা চত্বরে সাবেক বণিক সমিতির কার্যালয়ে চলে এ মহড়া অনুষ্ঠান। মহড়ায় পৌর কাউন্সিলর সোহরাব মন্ডলের পরিচালনায় ও পাংশা সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাশিম’র নির্দেশনায় ঐতিহাসিক যাত্রা পালা দেবী সুলতানা, অশ্রু দিয়ে লেখা, শহীদ কারবালা ও সামাজিক যাত্রাপালা জীবন নদীর ত্বীরে, স্বামীর চিতা চলছে এই ৫টি যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

এ লক্ষে প্রতিদিনই চলছে মহড়া এ সকল যাত্রা পালায় অভিনয় করবেন অতিথি শিল্পী হিসাবে বাংলাদেশের অন্যতম সেরা যাত্রা পালার অভিনেত্রী পূরবী দত্ত, শিল্পী রেজা, রেবা চন্দন, সবিতা রানী রায়, সামসুল আলম, পার্থ বাগচী, ইউসুফ হোসেন, দুলাল আচার্য্য, মনির হোসেন, এম আলী আহসান, বাচ্চু ভাদুরীসহ আরো অনেকে। বই মাস্টার হিসাবে রয়েছেন চন্দন।

দির্ঘদিন ধরে পাংশার সাংস্কৃতিক অঙ্গনে এদের পদাচরনা রয়েছে, আগামী বিজয় দিবসকে সামনে রেখে পাংশার মানুষকে সুস্থ বিনোদন দিতে কাজ করে যাচ্ছেন তারা। মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা আইডিয়াল গালর্স কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান,এবাদত আলী শেখ, বিষ্ণ শিকদারসহ বিশিষ্ঠ জনেরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: