ধামইরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২, ০৪:০১ পিএম

রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) থেকে: নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাত ও পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পতীতলা ১৪ বিজিবির অধীনে উপজেলার শিমুলতলী বিওপির সীমান্ত পিলার ২৫৮/৬ এসআর নিকটবর্তী রামচন্দ্রপুর নামক এলাকায় এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ১৬ সদস্য বিশিষ্ঠ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পতীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. হামিদ উদ্দিন পিএসসি অপরদিকে ১১ সদস্য বিশিষ্ঠ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের আরাদপুর ১৬৪ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় কুমার মিশ্রা। বিজিবি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান ও অপরাধ কমাতে বিজিবি এবং বিএসএফ কমান্ডার পর্যায়ে এ সৌজন্য সাক্ষাত এর আয়োজন করা হয়।

সীমান্তবর্তী জনসাধারণ এর নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় দেশের অধিনায়ক কাজ করার আহ্বান ব্যক্তকরেন। প্রায় ৩ঘন্টা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাত শেষ হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: