উচ্চ আদালতে ভোলা জেলা বিএনপির ৩৪ নেতাকর্মীর আগাম জামিন

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২, ০৫:৪২ পিএম

বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে যাওয়াকে কেন্দ্র করে বুধবার রাতে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩৪ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছে উচ্চ আদালত। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উচ্চ আদালতের ২৩ নম্বর বেঞ্চের বিচারপতি মোস্তফা ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চত করেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান। আসামী পক্ষের আইনজীবি হিসেবে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া।

এর আগে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ কর্মী মো. শফিকুল ইসলাম ওরফে ইলেকশন বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. আসিফ আলতাফকে প্রধান আসামী করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংঘঠনের ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৫০-৬০জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।

এদিকে এই মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার বেলা ১২ টায় জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বরিশালের দালান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ভোলা সদর উপজেলা বিএনপি'র আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক বিএনপির হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: