স্ক্যান্ডাল খুঁজতে না করলেন মৌসুমী

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২, ০৭:৩২ পিএম

চলচ্চিত্রের শিল্পীদের ক্ষেত্রে সাংবাদিকদের থেকে আরও দায়িত্বশীল আচারন কামনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী। মঙ্গলবার মুক্তিপ্রতীক্ষিত ‘ভাঙন’ সিনেমার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন মৌসুমী। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, নায়িকা চরিত্রে নতুন যারা অভিনয় করছেন, শাবনূর-মৌসুমীদের মত তারা নিজেদের মেলে ধরতে পারছেন না কেন।

জবাবে মৌসুমী বলেন, ‘আমাদের নতুন শিল্পীরা অনেক মেধাবী। তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে। তাদের উৎসাহ দিতে হবে। স্ক্যান্ডাল নিয়ে আলোচনায় মেতে থাকলে তারা এগোতে পারবে না। সাংবাদিকদের দেখার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। উৎসাহ দিতে হবে। সাংবাদিকদের আরও প্রোটেকটিভ হতে হবে।’

মৌসুমী বলেন, আমরা যখন কাজ করেছি, সাংবাদিক ভাইয়েরাই আমাদের সবচেয়ে বেশি প্রোটেক্ট করেছেন। নতুন কাজ করার সময় আমরাও অনেক ভুল-ভ্রান্তি করেছি। আমাদের ভুল হয়েছে। সেটাকে শুধরে নেওয়া, সুন্দরভাবে উপস্থাপন করা, কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে সঠিক পথে দাঁড় করিয়ে দেওয়ার কাজটা সাংবাদিক ভাইয়েরাই করেছেন। এখনকার সাংবাদিকরা তা করেন না। এখন সাংবাদিকরা যাচ্ছেতাই বলেন, যাচ্ছেতাই ভিডিও করেন, যা তা টাইটেল দিয়ে নিউজ ছেড়ে দেন। আপনাদের কারণে আমাদের ছেলে-মেয়েদের ভালো হওয়ার কোনো রাস্তা অবশ্য নেই। তারপরও আপনাদের দায়িত্ব দিলাম। আপনারা ঠিক করেন।

আগামী ১১ নভেম্বর দেশের ৩০টি হলে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত ‘ভাঙন’। ছবিটির মুক্তি উপলক্ষে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিনেমার গল্পে দেখা যাবে একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষকে। এখানে আছে হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ নানা ধরনের মানুষ। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙন’।

পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন বলেন, ‘ভাঙন চলচ্চিত্রের গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলতঃ কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: