নোবেলকে ভারতে ঢুকতে না দেওয়ার ডাক

আরও একবার আলোচনায় ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল। গানের থেকে বেশি নিজের কর্মকাণ্ড নিয়েই বিতর্কে জড়ানো নোবেল এবার ভারতকে নিয়ে অশালীন মন্তব্য করে বিপাকে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়রা তার সমালোচনায় মেতেছেন।
ঘটনার সূত্রপাত, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি ঘিরে। গত বুধবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস নিয়মে পাঁচ রানে ভারতের কাছে হারে বাংলাদেশ। এর পাঁচ দিনের মাথায় গেল রবিবার রাতে একটি ফেসবুক পোস্টে আইসিসি ও ভারতকে ধুয়ে দেন নোবেল। এই গায়ক তার পোস্টে আইসিসিকে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলে কটাক্ষ করেন। এছাড়াও নানা ভাষায় গালিগালাজও করেন, যা লেখার অযোগ্য। কমেন্ট বক্সেও অশ্লীল ভাষায় মন্তব্য করেন।
এখানেই শেষ নয়, অন্য একটি পোস্টে নোবেল দাবি করেন, গান বিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’-এ ভারতবাসী ১১ মাস তার পা ধোয়া পানি খেয়েছে। তিনি ‘ভারত টারতের’ তোয়াক্কা করেন না। যদিও কয়েক ঘণ্টা পর ফেসবুক থেকে দুটি পোস্টই ডিলিট করে দেন বিতর্কিত এই গায়ক।
কিন্তু পাঁচ দিন পর কেন এমন পোস্ট করলেন নোবেল? অনেকে কমেন্ট বক্সে লেখেন, এতদিন পর হয়তো তার নেশা কেটেছে। কারও আবার মন্তব্য, নোবেল না মানলেও ‘সারেগামাপা’ তাকে খ্যাতি দিয়েছে। তিনি তা অস্বীকার করতে পারেন না। অনেকে আবার দাবি তুলেছেন, ভারতের সব অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হোক নোবেলকে। তাকে যেন ভারতে ঢুকতেই না দেওয়া হয়।
যদিও ভারত-বাংলাদেশ ম্যাচটি নিয়ে শুধু নোবেল নন, অনেকেই সমালোচনা করেছেন। অভিযোগ, পক্ষপাতিত্ব করে ভারতকে জেতানো হয়েছে। মাঠ ভিজে থাকা সত্ত্বেও জোর করে সাকিব আল হাসানদের ম্যাচ খেলিয়েছিলেন আম্পায়াররা। এছাড়া বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগও উঠেছে।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: