সাকিবকে শুভেচ্ছা দূত হিসেবে রাখবে না দুদক

বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা গেছে, এখন পর্যন্ত দুদকের শুভেচ্ছা দূত হিসেবেই আছেন সাকিব। তবে এ বিষয়ে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না বলে জানিয়েছেন দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান।
মোজাম্মেল হক খান সম্প্রতি সাংবাদিকদের বলেন, চুক্তি অনুযায়ী ক্রিকেটার সাকিব আল হাসান এখনো দুদকের শুভেচ্ছা দূত হলেও সেটি আর রাখা হবে না। চুক্তিটি নবায়নও করা হবে না। সাকিবকে শুভেচ্ছা দূত না রাখার কারণ হিসেবে তিনি বলেন, সাকিব এখন মাঠের বাইরে নানান কর্মকাণ্ডে বিতর্কিত।
কোনো বিতর্কিত মানুষের সঙ্গে দুদক কখনো নিজেকে জড়াতে চায় না। তাই সাকিবকে শুভেচ্ছা দূত হিসেবে দুদক আর ব্যবহার করবে না। অবশ্য বারবার অভিযোগ এবং তদন্তে নাম এলেও সাকিব আল হাসানকে এখনো শুভেচ্ছা দূত হিসেবে রেখেছে বিএসইসি।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: