বিপিএলে একই দলে নাম লেখালেন শাহীন-রিজওয়ান

                       
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ১০ নভেম্বর ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা বাজতে শুরু করেছে। ইতিমধ্যেই প্লেয়ার্স ড্রাফটের আগেই দলগুলো তাদের পছন্দের কিছু খেলোয়ারকে ভিড়িয়ে নিচ্ছে। এবারের আসরের জন্য নিজেদের দল গুছিয়ে নিচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানসও। বাবর আজমরা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দিন পাকিস্তানের দুই ক্রিকেটারকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে কুমিল্লা। বিপিএলের নবম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে দেখা যাবে শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে।

বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে শাহীন ও রিজওয়ানকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা। রিজওয়ানকে দলে ভেড়ানোর কথা জানিয়ে পেইজে কুমিল্লা লিখেছে, ‘রিজওয়ান পাকিস্তান দলের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার। এমনকি তিনি বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ের ব্যাটারও ছিলেন। তাঁর হার্ড হিটিং ব্যাটিং পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যে বিরাট অবদান রেখেছে এবং সে উইজডেনের ২০২১ সালের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। তিনি উচ্চমানের এবং বিস্ফোরক একজন খেলোয়াড়। বিপিএল ২০২৩-এর জন্য কুমিল্লা ভিক্টোরিয়ানস মোহাম্মদ রিজওয়ানকেই প্রথম খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে। আমরা আপনাকে ভিক্টোরিয়ান পরিবারে স্বাগত জানাতে পেরে সৌভাগ্যবান!’

আফ্রিদির বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস লিখেছে, ‘এই লম্বা মানুষটির আবির্ভাব ঘটেছিল পাকিস্তান থেকে বিশ্বে ঝড় তোলার জন্য। তার নামই বিশ্বব্যাপী রোমাঞ্চ ছড়ানোর জন্য যথেষ্ট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর তিনি স্যার গারফিল্ড সোবার্স ট্রফিতে ভূষিত হন। তিনি আর কেউ নন, শাহিন শাহ আফ্রিদি। বিপিএল-২০২৩-এর জন্য শাহীন শাহ আফ্রিদিকে ভিক্টোরিয়ানস পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। ’

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]