‘এতিমের টাকা মেরে খওয়ায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া'

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ০৩:৫৭ পিএম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, এতিমের টাকা মেরে খওয়ায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া। একজন প্রধানমন্ত্রীর কী এতিমের টাকা মেরে খাওয়া লাগে! তিনি এতিমের টাকা মেরে খেয়েছেন, যা হাইকোর্টে প্রমাণ হয়েছে। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া ও হাজার হাজার কোটি টাকা পাচার করা তার ছেলে তারেক রহমানরা আর ক্ষমতায় আসতে পারবে না। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া পৌরসভা চত্বরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে লাখ লাখ গৃহহীন মানুষ ঘর পেতেন না। বাংলাদেশে মেট্রোরেল হতো না ও দেশের মানুষ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেন না। শেখ হাসিনা যদি না থাকত, তাহলে শরীয়তপুরের নড়িয়া নদীভাঙন থেকে রক্ষা পেত না।

এদিকে নড়িয়া উপজেলা ও সখিপুর থানার ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক বিতরণ করেন। পরে নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপমন্ত্রী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: