গুরুদাসপুরের ৩ হাজার কৃষক বিনামূল্যে পেলেন সার ও বীজ

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ০৪:৫১ পিএম

চলতি বছরের রবি মৌসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলার ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে গম, সরিষা, ভূট্টা, খেসারি, মুগ, মসুর, শীতকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান শাকিলের সভাপতিত্বে ওই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি আব্দুল কুদ্দুস এমপি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়র রহমান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: