নিজেই বাসায় সার্ফ এক্সেল ও চা-পাতা বানাচ্ছিলেন কামাল

                       
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ১০ নভেম্বর ২০২২

কুমিল্লায় নিজের বাসায় বসেই  ক্ষতিকর কেমিক্যাল দিয়ে নকল সার্ফ এক্সেল তৈরি করে এবং বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল চা পাতা মোড়কজাত করে বাজারজাতের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযুক্ত ব্যাক্তির নাম কামাল হোসেন। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লা সদর উপজেলার হযরতপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবা‌দের ভিত্তিতে মাধ্যমে কুমিল্লার সদর উপজেলার হযরত পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় জ‌নৈক কামাল ‌হো‌সেন না‌মের এক ব্যক্তি বাসার নীচ তলা ভাড়া নি‌য়ে বি‌ভিন্ন ব্র্যান্ডের নকল পণণ্য প্রস্তুত কর‌ছি‌লেন এবং কু‌মিল্লাসহ আ‌শেপা‌শের এলাকায় সেগু‌লো বাজারজাত ক‌রেন বলে প্রতীয়মান হয়। বেলা এগা‌রোটা থে‌কে প‌রিচা‌লিত অ‌ধিদপ্ত‌রের নিয়‌মিত তদার‌কি অ‌ভিযা‌নে দেখা যায়, কামাল হো‌সেন সা‌মিয়া ব্ল্যাক টি নামের এক‌টি প‌ণ্যের অনু‌মোদন নি‌য়ে (য‌দিও অনু‌মোদ‌নের সময় শেষ হ‌য়ে‌ছে জুন মা‌সে) প্রচ‌লিত না‌মিদামি বি‌ভিন্ন ব্র্যান্ডের না‌মে প্যাকেটজাত কর‌ছেন।

এছাড়া  অভিযা‌নের সময় দেখা যায়, সামিয়া টি-র পাশাপা‌শি সি‌লেটের গোল্ড টি, ঢাকার ভাই ভাই কোম্পা‌নির মিয়া‌জিপুর টি, শাহজালাল কোম্পা‌নির কোয়া‌লি‌টি টি, রাজশাহীর সংগ্রাম সুপার টি এ রকম বি‌ভিন্ন ব্র্যান্ডের নকল টি প্যাকেটজাত করে বিপণন কর‌ছেন।পাশাপা‌শি নিম্নমা‌নের সোডা ও অন্যান্য উপকরণ ব্যবহার ক‌রে প্রসিদ্ধ সার্ফ এ‌ক্সেল ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার মোড়কজাত ক‌রে কু‌মিল্লার বি‌ভিন্ন এলাকায় বাজারজাত কর‌ছেন। অ‌ভিযা‌নে ৫ বস্তা নকল সার্ফ এ‌ক্সেল ডিটার‌জেন্ট পাউডার ও বি‌ভিন্ন ব্র্যান্ডের ৩ বস্তা নকল মোড়ক জব্দ ক‌রে স্প‌টে ধ্বংস করা হয়। ‌

এর ফলে ভোক্তা অ‌ধিকার বি‌রোধী এমন কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে প্রতিষ্ঠান‌টি‌কে সতর্ক ক‌রে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ভ‌বিষ্যতে এমন কর‌বেন ব‌লে মুচ‌লেকা আদায় করা হয়। এছাড়াও আজ ইপিজেড এলাকার নিত্যপ‌ণের দোকা‌নগু‌লো‌তেও তদারকি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। সকল‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে ব্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়। বেলা ১১টা থে‌কে দেড়টা পর্যন্ত সহকারী প‌রিচালক আসাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলেও জানিয়েছেন তিনি।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]