যুবলীগের সমাবেশে ফেরদৌস-রিয়াজ-চঞ্চলরা

                       
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ১১ নভেম্বর ২০২২

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে যোগ দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস, চিত্রনায়িকা নিপুণ ও অভিনেতা চঞ্চল চৌধুরী। আর এই সমাবেশে যোগ দিয়ে চঞ্চল চৌধুরী তার হাওয়া সিনেমার জনপ্রিয় গান ‘সাদা সাদা, কালা কালা’ গেয়ে সোহরাওয়ার্দী উদ্যান মাতিয়েছেন।

আজ দুপুরে সমাবেশে তারা উপস্থিত হন। এ সময় তাদের ভক্তদের অনেকে সেলফি তুলতে দেখা গেছে। যুবলীগের এই আয়োজনে সারা দেশ থেকে কয়েক লাখ যুবক মিলিত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। কেউ লাল সবুজ এবং কেউ হলুদ রঙের টিশার্ট ও ক্যাপ পরে মিছিলে মিছিলে ঢাকঢোল পিটিয়ে সোওহরাওয়ার্দী উদ্যানে মিলিত হচ্ছেন।

পরবর্তীতে দুপুর পৌনে ৩টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়েছে। বেলুন ও কবুতর উড়িয়ে মহাসমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতারা জানান, এই মহাসমাবেশে ১০ লাখেরও বেশি লোক সমবেত হয়েছে। অনুষ্ঠান সফল করতে গত এক সপ্তাহ ধরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]