পদ্মা সেতুতে যেতে লজ্জা পাবেন না, ফখরুলকে পরশ

বিএনপির উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, পদ্মা সেতুতে যেতে লজ্জা পাবেন না, শেখ হাসিনার উন্নয়ন সবার জন্য। কত উন্নয়ন অস্বীকার করবেন। আপনাদের নেতাকর্মীরা কি মেট্রোরেল-পদ্মা সেতুতে উঠবে না? শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আমি বলতে চাই, শেখ হাসিনার উন্নয়ন সবার জন্য। শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার করতে আপনারা বাধ্য। সড়কপথে এক্সপ্রেসওয়ে বা ছয় লেনের সড়কে গেলে সেটাও শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনার উন্নয়ন ছাড়া আর কিছু নেই’।
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের এখন মাথাপিছু আয় ২৮শ’ ডলারের বেশি। শেখ হাসিনা দেশের উন্নয়ন দিতে পেরেছেন। বাংলাদেশের অর্থনিতি ভারতের থেকে ভালো। কারণ, শেখ হাসিনা দেশের হাল ধরেছেন।’ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির মিথ্যা সত্য দিয়ে ঢাকতে হবে। সত্য দিয়ে তাদের পরাজিত করতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও যুবলীগের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এই সমাবেশে যোগ দিয়েছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: