কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ফিরবে ৪০৪ কোটি টাকা নিয়ে

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ১১:৩৭ পিএম

উল্লাস উত্তেজনার কাতার বিশ্বকাপ হাতছানি দিয়ে ডাকছে। আর এই বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে, বিশ্ব ফুটবল সমর্থকদের মাঝে উত্তেজনা ততই বাড়ছে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠতে বাকি আর মাত্র ৮ দিন। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশে কাতারে যাওয়া শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো।

তবে মাঠের লড়াই এখনো শুরু না হলেও ইতিমধ্যেই নানান হিসাব-নিকাশ শুরু করে দিয়েছে সমর্থকরা। কোন দল শিরোপা জিতবে কিংবা কোন দল কোন রাউন্ডে বাদ পড়বে। এসব সমীকরণ মেলানোর পাশাপাশি নিজের পছন্দের দল নিয়েও আশাবাদী সমর্থকরা। সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপের ২২তম আসর নিয়ে কৌতূহলের সীমা নেই ভক্তদের মাঝে।

আগামী ২০ নভেম্বর থেকে দীর্ঘ প্রায় একমাস ধরে চলবে এ মহাযজ্ঞ। এদিন স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। বিশ্বকাপের এবারের আসরের চ্যাম্পিয়ন দল সোনালী ট্রফির পাশাপাশি হাবে বিশাল অঙ্কের অর্থ। যার পরিমাণও আকাশ ছোঁয়া। জেনে নেয়া যাক ফিফা বিশ্বকাপের ২২তম আসরে কোন দল কত টাকা পাবে! স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানা গেছে, কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি পাবে ৩৮ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় ৪০৪ কোটি ২৪ লাখেরও বেশি।

এক্ষেত্রে রানার্সআপ দলের অর্থের পরিমাণটাও কম না। শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলেও পাবে ২৭.২৭ মিলিয়ন ইউরো। যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ২৯০ কোটি। পাশাপাশি তৃতীয় স্থানে থাকা দলটির জন্য বরাদ্ধ ২৪.৪৫ মিলিয়ন ইউরো বা ২৬০ কোটি টাকা প্রায়। চতুর্থ হওয়া দলের হাতে উঠবে ২২.৬৪ মিলিয়ন ইউরো বা ২৪০ কোটি টাকা প্রায়।

এছাড়া শেষ আটের লড়াইয় থেকে ছিটকে যাওয়া দলগুলো পাবে ১৫.৪০ মিলিয়ন ইউরো বা ১৬৩ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকা প্রায় (কোয়ার্টারের প্রতিটি দলের জন্য)। শেষ ষোলো থেকে বিদায় নেয়া প্রতিটি দলের জন্য বরাদ্ধ থাকবে ১১.৭ মিলিয়ন ইউরো বা ১২৪ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা করে।বিশ্বকাপ এমনই এক সোনার হরিণ, যেখানে সবকিছু হাতছানি দেয়। তবে, অর্থ-বিত্তের চেয়ে তারকাদের কাছে গুরুত্বপূর্ণ ওই সোনালি গোলক, যার ছটা তাঁদের এনে দিতে পারে অমরত্ব।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: