সোনাগাজিতে ডাকাতদের হামলায় আহত অর্জুন বাদুড়ীর মৃত্যু

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০২:৪২ পিএম

কামরুল হাসান নিরব, ফেনী থেকে: ফেনীর সোনাগাজীতে ডাকাতদের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুরী (৫২) মৃত্যু হয়েছে। ঘটনার ১২ দিন পরে শনিবার রাত ২টার দিকে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের বীরেন্দ্র চন্দ্র ভাদুরীর ছেলে ও চার কন্যা সন্তানের জনক। সোনাগাজীর জমাদার বাজারে তার অর্জুন জুয়েলারি নামের দোকান ছিল।

নিহতের ভাতিজা মানিক ভাদুড়ী জানান, আইসিইউতে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে শারীরিক অবস্থার অবনতি হয়। শুক্রবার বিকালে কিডনি ডায়ালাইসিস করার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলে রাত ২টা ৪২ মিনিটের দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রোববার দুপুরে দুটি মোটরসাইকেলযোগে ছয় জনের সশস্ত্র ডাকাতদল চরচান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারস্থ অর্জুন জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুরীর কাছে লকারের চাবি দাবি করে। ডাকাতদেরকে চাবি দিতে অস্বীকৃতি জানালে তাকে উপর্যুপরি কুপিয়ে দোকানের শোকেস ভাঙচুর করে এবং জোরপূর্বক চাবি ছিনিয়ে নিয়ে লকারে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা লুটে নেয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: