নোয়াখালীতে হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৪:০৬ পিএম

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় বজরা বাজারে মোটবী গ্রামে চাঁদা দাবি হামলা ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলনে করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (১২ নভেম্বর) সকালে বজরা বাজারের মোটবী গ্রামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ঝরনা বেগমের দাবি করে বলেন,তার তিন ছেলে প্রবাসী হওয়ায় স্থানীয় নিজাম উদ্দিন, ফয়সাল, নাঈম ও মহসিন গেলো বৃহস্পতিবার রাত ১২ টায় সশস্ত্র হামলা করে। বাড়ির জানালার গ্লাস ভেঙে ফেলে অতর্কিতভাবে হামলা করে।পরে ২ লাখ টাকার চাঁদা দাবি করে।চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি দেয়। আমরা থানাতে অভিযোগ করি। পুলিশ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারে নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বাড়ির পুরুষেরা প্রবাসী থাকায় তারা আমাদের উপর অত্যাচার করে।এর আগেও তারা হামলা করেছে। চাঁদা চেয়েছে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিডি২৪লাইভকে বলেন, ভুক্তিভোগীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগেও চাঁদা ও হামলার প্রতিবাদে আদালতে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: