আবু রায়হান সরকার

নোয়াখালি প্রতিনিধি

নোয়াখালীতে হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

                       
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ১২ নভেম্বর ২০২২

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় বজরা বাজারে মোটবী গ্রামে চাঁদা দাবি হামলা ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলনে করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (১২ নভেম্বর) সকালে বজরা বাজারের মোটবী গ্রামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ঝরনা বেগমের দাবি করে বলেন,তার তিন ছেলে প্রবাসী হওয়ায় স্থানীয় নিজাম উদ্দিন, ফয়সাল, নাঈম ও মহসিন গেলো বৃহস্পতিবার রাত ১২ টায় সশস্ত্র হামলা করে। বাড়ির জানালার গ্লাস ভেঙে ফেলে অতর্কিতভাবে হামলা করে।পরে ২ লাখ টাকার চাঁদা দাবি করে।চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি দেয়। আমরা থানাতে অভিযোগ করি। পুলিশ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারে নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বাড়ির পুরুষেরা প্রবাসী থাকায় তারা আমাদের উপর অত্যাচার করে।এর আগেও তারা হামলা করেছে। চাঁদা চেয়েছে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিডি২৪লাইভকে বলেন, ভুক্তিভোগীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগেও চাঁদা ও হামলার প্রতিবাদে আদালতে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]