চাটমোহর ট্রাক উল্টে খালে পড়ে চালক নিহত

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম

পাবনার চাটমোহরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালক নিহত হয়েছে। নিহত ট্রাক চালক উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে রেজাউল করিম (৫০)। শনিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পুলিশ ফাঁড়ি সংলগ্ন পানাকুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে ,শনিবার দুপুরে চাটমোহর থেকে মান্নাননগর গামী একটি খড়ি বোঝাই ট্রাক হান্ডিয়াল পানাকুড়া পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান ট্রকচালক রেজাউল করিম। ট্রাকের হেলপার রাসেল রানাকে আহতবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন জানান লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: