ইবিতে ট্যুরিজম বিভাগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৬:৩৯ পিএম

আবু হুরাইরা, ইবি থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিভাগের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, প্রভাষক ইয়ামিন মাসুম, নাসির মিয়া প্রমুখ। এসময় বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আন্ত সেশন ফুটবল, বিতর্ক ও পিলোপাসিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, প্রত্যেকের ভেতরেই একটি শিশু থাকে। বয়স বৃদ্ধির সাথে সাথে অনেকের ভেতরের সেই শিশুর মৃত্যু ঘটে। নাচ, গান খেলা ধুলার চর্চা সেই সুপ্ত শিশুর বেঁচে থাকার বহিঃপ্রকাশ। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে সকলের সাংস্কৃতির চর্চা অব্যাহত রাখা উচিৎ।

অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: