শিপন সিকদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘সরকারের পতন আসন্ন’

                       
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, ১৩ নভেম্বর ২০২২
ছবি - প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘এই সরকার ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন করে জেতার চেষ্টা করছে তবে এবার আর তাদের সেই সুযোগ দেয়া হবে না। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী ২০১৮ সালের মতো কোনো নির্বাচন বাংলার মাটিতে আর হতে দেয়া হবে না। এ বিষয়ে দেশী ও বিদেশীরা একমত যে এই সরকারের হাতে কোনো কিছুই নিরাপদ নয়।

আগামী ১০ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। শনিবার ( ১২ নভেম্বর ) বিকেল চারটায় নগরীর চাষাঢ়াস্থ ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই এই সরকারের পতন আসন্ন। শুধু সময়ের অপেক্ষা। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সরকারের উপর মানুষের কোনো আস্থা নেই। এমনকি বিদেশীদের আস্থাও হারিয়েছে এই সরকার। আমেরিকা বলছে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের অংশগ্রহণ নির্বাচনে না থাকলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারবিরোধী আন্দোলনে সাড়া পড়ে গেছে, ১০ ডিসেম্বর তা চূড়ান্ত রূপ পাবে। আপনারা সবাই যাবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অবৈধ হাসিনা সরকারের পতন ঘটাবো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এদেশের মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এড. আব্দুস সালাম আজাদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটু, বিশেষ অতিথি বিএনপি’র নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, এম এইচ মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, এড. এইচ এম আনোয়ার হোসেন, বরকত উল্লাহ, মাকিত মোস্তাকিম শিপলু, কামরুল হাসান চুন্নু সাউদ, শাহিন আহমেদ, রাশিদা জামাল, মাহমুদুর রহমান, মাসুদ রানা, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি।

এছাড়াও মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ,সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন, যুবদল নেতা শহিদুল ইসলাম রিপন, সাইফুল ইসলাম আপন, পারভেজ খান, আরমান হোসেন, মানিক বেপারী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর তাঁতীদলের সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]