ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার ৮ মামলা

গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে আবারো একাধিক মামলা দায়ের করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দাবি করে প্রতিষ্ঠানটির সাবেক ৮ কর্মকর্তা গত ৯ নভেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে পৃথক ৮টি মামলা দায়ের করেন। এই মামলায় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকেও আসামি করা হয়েছে।
আজ রোববার (১১ নভেম্বর)বাদি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮ কর্মকর্তা ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকমে কর্মরত ছিলেন। এ সময়ে তাদের কোম্পানির লভ্যাংশ থেকে বঞ্চিত করা হয়। এর ফলে তারা প্রথমে গ্রামীণ টেলিকমকে লিগ্যাল নোটিশ পাঠায়। কিন্তু লিগ্যাল নোটিশের পরও ব্যবস্থা গ্রহণ না করায় মামলা দায়ের করেন। আদালত গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে জবাব দিতে বলেছেন।
প্রসঙ্গত, গ্রামীণ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তারা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: