কাজিপুরে গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ০৯:৩০ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে গলায় বাদাম আটকে রাফি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রাফি উপজেলার সোনামুখী গ্রামের রাকিব হোসেনের ছেলে।

রাফির স্বজনেরা জানান, শনিবার রাতে রাফির মা ঘরে বসে বাদাম খাচ্ছিল। এমন সময় শিশু রাফি একটি বাদাম নিয়ে মুখে দিতেই তার গলায় আটকে যায়। পরে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: