‘গাংচিল কবির’ বাহিনীর প্রধান গ্রেপ্তার

রাজধানীর কেরানীগঞ্জ থেকে হত্যা, গণধর্ষণ, অস্ত্রসহ ২৬টির বেশি মামলার পলাতক আসামি ‘গাংচিল-কবির’ বাহিনীর প্রধান মো. কবির হোসেন ওরফে জলদস্যু কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় বহুল আলোচিত এই জলদস্যুকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
এর আগে বিগত কয়েক দিন ধরে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় র্যাব-২ এর ছায়া তদন্তে কবিরের নাম উঠে আসে। গ্রেপ্তার হওয়া কবিরের কাছ থেকে ১টি মোবাইল ও এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কবিরকে অস্ত্র ও মাদকসহ গত বছরের ৩১ ডিসেম্বরে গ্রেপ্তার করে র্যাব। ৫ মাস ১৬ দিন কারাভোগ করে ১৭ জুন জামিনে বের হন তিনি। জেল থেকে বের হয়ে কবির আবার ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক অপরাধে জড়িয়ে পড়ে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কবির জানায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, বসিলা, চাঁদ উদ্যান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত কবির বাহিনী। তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় হত্যা, গণধর্ষণ, অস্ত্র, অগ্নিসংযোগ, চাঁদাবাজিসহ সর্বমোট ২৬টি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানায় কবিরের নামে দুইয়ের বেশি এবং বরগুনা জেলার পাথরঘাটা থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা আছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: