রংপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ০৭:৪৫ পিএম

রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল ঘোষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বড়দরগা ইউনিয়নের হাজিপুর গ্রামের রওশন আলীর ছেলে লিমন (২৫) ও মিঠাপুকুর উপজেলার শান্তিপুর গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে রোমান (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিকেল ৪টার দিকে ঘোষপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী লিমন ও রোমান ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: