চট্টগ্রামে ১১শ বছরের পুরনো মসজিদ ও বিরল প্রাণী

ফুয়াদ মোহাম্মদ সবুজ, চট্টগ্রাম থেকে: মাজারের পাদদেশে সুবিশাল দীঘিতে বাঁশের কঞ্চির মাথায় কেউ খাওয়াচ্ছেন পাউরুটির ছোট ছোট টুকরো কেউবা দিচ্ছেন কলাসহ নানা রকম ফল। আবার কেউ খাওয়াচ্ছেন মাংশ-ডিম কিংবা রান্না করা নানারকম খাবার। মানুষের ডাকে সাড়া দিয়ে মাথা তুলে খাবার গ্রহণও করছে কাছিম। এমন বিরল দৃশ্য দেখা মিলছে এ মাজারে। মাজারের দৃশ্য বা কাছিম দেখতে প্রতিদিন চট্টগ্রামসহ সারাদেশ থেকে হাজারও মানুষ ছুটে আসেন এখানে।
চট্টগ্রামের প্রাচীন স্থাপনা বায়েজিদ বোস্তামীর মাজার। ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহির নামে গড়ে উঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশী বিদেশী পর্যটকদের জন্যও আকর্ষনীয় স্থান। এই সমাধির অবয়ব সর্বপ্রথম ১৮৩১ সালে পাহাড়ের উপরিভাগে একটি দেয়ালঘেরা আঙ্গিনার মাঝে আবিস্কার করা হয়। মনোবাসনায় দর্শনার্থী ও ভক্তরা উপরিভাগ মাজারের পাশে থাকা গাছে বেঁধে দেন সুতো আর আশা পূর্ণ হলে খুলে নেন সে সুতো।
বায়েজিদ বোস্তামি মাজার কমিটির সদস্য ও খাদেম ছৈয়দ মোহাম্মদ আব্দুর রহমান দৈনিক সময়ের কাগজকে বলেন, মাজার প্রাঙ্গণে সুবিশাল এ দীঘিতে কাছিম আছে প্রায় ৭শ’র মতো। যার কোনো কোনোটির বয়স ৫০ থেকে ১০০ বছর। ওজনেও হবে ২ থেকে ৩মন। মাজারের এ বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির প্রাণীকে সংরক্ষণে রাখতে প্রজনন কেন্দ্র খুলে পরিচর্যায় রাখছেন বলেও জানান তিনি।
জানা যায়, সমাধি পাহাড়ের পাদদেশে একটি তিন গম্বুজ বিশিষ্ঠ মোঘলরীতির আয়তাকার মসজিদ এবং একটি বিশালাকার দীঘি আছে। স্থাপত্যশৈলী থেকে ধারণা করা হয় মোঘল সম্রাট এর আমলে মসজিদটি নির্মিত। ধারণা করা হয় সুফী সাধক ও আউলিয়াগণ চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড় এর উপরে কিংবা জঙ্গল ঘেরা অঞ্চলে আবাস স্থাপন করেন এবং এসব জায়গাতে মাজার কিংবা এই ধরণের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করেন। সে লক্ষ্যে ১১শ বছর আগে ইরানের বিখ্যাত সুফি সাধক হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে এসেছিলেন ধর্ম প্রচারে। তার স্বরণে তৈরি হয়েছে সুবিশাল ঐ মাজার।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: