পানিতে ডুবছিলেন নারী, বাঁচাতে গিয়ে ডুবলেন ৫ জন

নর্দমার খালে পড়ে যাওয়া এক নারীকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের পাঁচ সদস্য। সম্প্রতি ভারতের গুজরাটে এ ঘটনা ঘটে। কুচ জেলা পুলিশের বরাত দিয়ে এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে ওই নারী খালে পানি আনতে গিয়ে পড়ে যান।
ভারতীয় একাধিক গনমাধ্যম সূত্রে জানা যায়, ইতিমধ্যে ওই নারীকে উদ্ধার করতে গিয়ে খালে পড়ে প্রাণ হারানো একই পরিবারের পাঁচ সদস্যের দেহ উদ্ধার করেছে পুলিশকুচ জেলা পুলিশ কর্মকর্তা এএনআইকে বলেন, ওই নারীকে খালে ডুবতে দেখে তারা পাঁচ জনই তাকে বাঁচাতে খালে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তারা তাকে উদ্ধারে ব্যর্থ হয়। এক পর্যায়ে তারাও পানিতে ডুবে যায়। তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
মূলত নর্দমার খাল দিয়ে সর্দার সারোভার ড্যাম থেকে গুজরাট ও রাজস্থানের মধ্যে পানির সরবরাহ করা হয়। এর সঙ্গে মূল খালের দৈর্ঘ্য ৫৩২ কিলোমিটার। যার মধ্যে ৪৫৮ কিলোমিটার গুজরাটের মধ্যে এবং বাকী ৭৪ কিলোমিটার রাজস্থানের মধ্যেুলই খালটি নিয়ে অনেক প্রতিবেদনে বলা হয়েছে এর দুই পাড় এতটাই পিচ্ছিল এবং পানির স্রোত এত বেশি যে ভালো মানের একজন সাতারুর পক্ষেও এখানে সাতার কাটা কঠিন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: