ফরিদপুর-২ আসনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ সাজেদা পুত্র লাবুর

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১০:৪১ পিএম

ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য সৈয়েদা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহাদাব আকবর লাবু চৌধুরী। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সৈয়দা সাজেদা চৌধুরীর এপিএস (ব্যক্তিগত সহকারী) ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো. শফি উদ্দিন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় শফি উদ্দিন বলেন, বিকাল ৪টার দিকে শপথ নেওয়া শেষে নিজ নির্বাচনী এলাকা সালথা-নগরকান্দার নেতকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন লাবু চৌধুরী।

এদিকে গত ৫ নভেম্বর বিপুল ভোটের ব্যবধানে ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী। সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। ৫ নভেম্বর আসনটিতে উপ-নির্বাচনে ৫৩ হাজার ৯৩৪ ভোটের ব্যবধানে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়াকে পরাজিত করে বিজয়ী হন নৌকার মনোনীত প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: