‘এখন কাউকে তালি দেয়া লুঙ্গি-ছেড়া স্যান্ডেল পরতে দেখা যায় না’

প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি জানান, এখন আর কাউকে তালি দেয়া লুঙ্গি ও ছেড়া স্যান্ডেল পরতে দেখা যায় না। হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না। এটা কারো জাদুতে হয়নি। এগুলো সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বের কারণে। বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, বিএনপির ষড়যন্ত্রে উন্নয়ন থেমে থাকেনি। দেশ উন্নয়নের গতিতে চলছে। বিএনপির সময় মানুষ থাকার জায়গা পেতো না। এখন মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের জমিসহ ঘর প্রদান করেছেন। মন্ত্রী আরো জানান , বিএনপি কী করেছে? বাংলা ভাইয়ের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। বাংলাদেশের পা ফাঁটা মানুষ আর কখনো বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে না।
দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকেই চায় বলেও জানান হাছান মাহমুদ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর সাধারণ মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা ও ভরসা থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করবে। মানুষ বিএনপির ইতিহাস ভুলে গেছে। মানুষ বিএনপির দুঃশাসন আর অত্যাচারের দিনলিপি ভুলে গেছে। অথচ শেখ হাসিনার সরকার সেই দুঃশাসনের প্রতিশোধ নেয়নি।তথ্যমন্ত্রী বলেন, এখন শহরের মানুষ গ্রামে যেতে চায়। কারণ গ্রামকে শহরে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলীর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, কার্যনির্বাহী সদস্য রোকেয়া সুলতানা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শহিদুল ইসলাম বকুল এমপিসহ প্রমুখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: