গাইবান্ধা উপ-নির্বাচনে অনিয়মকারিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবে ইসি

বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ইসির হাতে। কমিশন আলোচনা করে অপরাধ অনুযায়ী সিদ্ধান্ত নিবে আগামী সপ্তাহে। বুধবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
তিনি বলেন, অনিয়ম তো হয়েছেই। কেউ তো অস্বীকার করছে না। মিডিয়াতেও এসেছে। অনিয়ম হয়েছে, বিধিতে যা আছে সে শাস্তিই হবে। অপরাধের মাত্রা দেখে শাস্তি নির্ধারিত হবে। সরাসরি আমরা শাস্তি সবগুলোকে দিতে পারবো না। কিছু কিছু মন্ত্রণালয়কে নির্দেশনা দিতে হবে।
ডিসি এসপিরা জড়িত কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কেউ জড়িত থাকে, আগামী সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেবো কার বিরুদ্ধে কী নেওয়া হবে না হবে। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সবার অপরাধ সমান নয়। যার যার অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা এপ্লাই করবো। তফসিলের পর সবকিছুর নিয়ন্ত্রণ আমাদের কাছে চলে আসবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যতধরণের প্রচেষ্টা, আমরা অব্যহত রাখবো। গাইবান্ধায় আবার ফ্রেশ নির্বাচন হবে। ব্যবস্থা আগে নিই। তারপরই সব ঠিক হয়ে যাবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধী হয়তো বিশাল সংখ্যক। তিরস্কার করাও কিন্তু শাস্তি, সেটাও হতে পারে। কিছু কিছু আমরা নিজেরাই করতে পারবো। কিছু আছে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তাদের কর্তৃপক্ষ ব্যবস্থা অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেবে। ডিসি-এসপির কতটুকু সম্পৃক্ততা আছে, সেটা দেখে ব্যবস্থা নেবো। আগামী সপ্তাহে একেবারে ডিটেইলসটাই পেয়ে যাবেন। এজেন্টরা যে নিজেরাই ভোট দিতে গিয়েছেন, ইনফ্লেুয়েন্স করেছেন এটা তো আমরা দেখেছি। নির্বাচনি এজেন্ট তো প্রার্থীর ওপরেই বর্তায়।
এই নির্বাচন কমিশনার আরো বলেন, আইন দেখেই ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তাদের মধ্যে কেউ আছে শিক্ষক, তাদের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিতে পারবো না। সংম্লিষ্ট মন্ত্রণালয়েকে আমরা বলবো। তারা কিন্তু আমাদের অবহিত করবে। আর প্রার্থী কিংবা এজেন্ট এভাবে বলা আছে। সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। সরাসরি ব্যবস্থা নেওয়ার বিষয় আইনে না থাকলে তো করা যাবে না। আইনে যেভাবে আছে সেভাবেই করতে হবে। সে অনুযায়ী আমরা যদি সুপারিশ পাঠাই তাহলে তারা (অপরাধীর নিয়োগকারী কর্তৃপক্ষ) তা করতে বাধ্য। কোন ব্যত্যয় করার তাদের তো সুযোগ নাই। আইন তো সবাইকে মানতে হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: