নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদপত্র বিতরণ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০৬:১০ পিএম

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকালে বেগমগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খালেদ সাইফুল্লাহ, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ডাঃ এবিএম জাফর উল্লাহ, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদসহ অন্যান্যরা।

এ সময় সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা ভাতা দিচ্ছেন এর আগে কোনো সরকার দেয় নি।জামাত-বিএনপি সরকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়েও বিরোধিতা করেছিলো। সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনাও করেন তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: