মিশুর প্রথম চড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে কাজ করে বেশ সুনাম কুড়িয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। যেখানে তিনি অন্তরা চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি এই নাটকটির এবারের সিজনের ৯৯তম পর্ব প্রচার হয়েছে। যেখানে একটি দৃশ্য ফারিয়া শাহরিনকে চড় মেরেছেন নাটকের অপর অভিনেতা মিশু সাব্বির।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তরা। তিনি লিখেছেন, 'নাটকের ৯৯তম পর্বে চড়ের দৃশ্যে প্রথম চড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম। দ্বিতীয় চড়ের পর মনে হয়েছে, ঘাড় আর কখনো নাড়াতে পারব না। অনেকেই প্রশ্ন করছেন, মিশু ভাই আমাকে যে চড়গুলো মেরেছেন, সেগুলো আসল কি না। অবশ্যই আসল। এমনকি এই চড়ের সাউন্ডও এডিট করা হয়নি। পরিচালক অমি ভাইও এমন কিছু একটা চাইছিলেন। দৃশ্য ধারণের সময়ই তিনি বলেছিলেন, চড়ের অংশটা ভাইরাল হবে।'
তিনি আরও বলেন, 'দৃশ্য ধারণের পর এত জোরে চড় মারার কারণে আমি শুভ ভাইয়ের সঙ্গে ঝগড়াও করেছিলাম। তবে এখন আপনাদের ফিডব্যাক দেখে সব ব্যথা ভুলে গেছি। এত জোরে চড় খেয়েও আমি খুশি। দর্শকের ভালোবাসার বিনিময়ে ভবিষ্যতে এমন আরও চড় খেতেও আমার কোনো আপত্তি নেই।'
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: