মদের কালচারের সাথে ইসলাম লাগিয়ে দেয়া বিএনপির কালচার: বেগম মতিয়া চৌধুরী

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ০৬:৫২ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, মদের কালচারের সাথে ইসলাম লাগিয়ে দেয়া বিএনপির কালচার। যে কলম দিয়ে জিয়াউর রহমান বিসমিল্লাহ লিখেছেন, সেই কলম দিয়ে মদের লাইসেন্স দিয়েছেন। জিয়াউর রহমান হিযবুল বাহার জাহাজকে প্রমোদ তরীতে পরিনত করেছিলেন। এছাড়া খালেদা জিয়ার যে মামলায় সাজা হয়েছে সেটি শেখ হাসিনার নয়। তত্বাবধায়ক সরকারের আমলের মামলা। যে তত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার পছন্দের ছিল। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরোও বলেন, অপট্যিকাল ফাইবারের সাহায্যে শেখ হাসিনা যে ইন্টানেটের ব্যবস্থা করেছেন, সেই ইন্টারনেটে খালেদা জিয়া তার ছেলের সাথে স্কাইপিতে কথা বলেন। শেখ হাসিনা যা করেছেন তা পৃথিবীতে অতুলনীয়। সারাদেশে এখন শিক্ষা বর্ষের প্রথম দিনে নতুন বই দেওয়া হয়। এটি একমাত্র শেখের বেটিই পেরেছেন। পৃথিবীতে এ রকম কয়টি দেশ বিনামূল্যে বই দেয়? শেখ হাসিনা আকাশের দিকে তাকালে আমাদের জীবনের অন্ধকার দুর হয়। তিনি মা বাবা হারিয়ে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন। মানুষের সেবা করে তিনি তৃপ্তি পান বলেই আল্লাহ তাকে সেবা করার সুযোগ দিচ্ছেন। কাউকে বাদ দিয়ে নয় আমরা এক সাথে লড়াই করবো ক্ষুধা, দারিদ্রতা ও কুসংস্কারের বিরোদ্ধে। এটি বঙ্গবন্ধুর শিক্ষা।

মতিয়া চৌধুরী বলেন, প্রধান মন্ত্রী দেশের নবীন প্রবীন সকল নাগরিকদের প্রতি সমান দৃষ্টি রাখেন। তাই দেশের গ্রামগঞ্জে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। এসব কমিউনিটি ক্লিনিকে ২২ রকমের ওষুধ পাওয়া যাচ্ছে। এই উন্ননের ধারাকে অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এসময় নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্ভোধন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, শেরপুর- ৩ আসনের সাংসদ ফজলুল হক চাঁন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, উপাধাক্ষ্য রেমন্ড আরেং। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। এতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: