কিশোরগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের অন্য রকম আয়োজন

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৯:১৬ এএম

চার বছর পর পর আসা ফুটবল বিশ্বকাপ নিয়ে আগ্রহ আর উন্মাদনা বাংলার শহর থেকে গ্রাম পর্যন্ত। বিশ্বকাপের আসর ঘিরে গ্রাম-গঞ্জে শিশু থেকে বৃদ্ধদের আগ্রহের কমতি নেই। বাড়ি বাড়ি উঠে পছন্দের দলের পতাকা। আর্জেন্টিনাকে ভালোবেসে ভক্তদের দীর্ঘ পতাকা টাঙানোর প্রতিযোগিতা চলছে।

কাতার বিশ্বকাপ শুরুর আগে উন্মাদনায় কাঁপছে সারাদেশ। পছন্দের দলের পতাকা বানিয়ে কেউ বাড়িত টানাচ্ছেন আবার কেউ মিছিল বের করছেন। তেমনি ২০০ ফুট লম্বা পতাকা নিয়ে মিছিল করেছে আর্জেন্টিনা ফুটবল ফ্যানস্ অফ কিশোরগঞ্জ সমর্থক গোষ্ঠী।

কাতার বিশ্বকাপ ফুটবল কে সামনে রেখে শুক্রবার (১৮ নভেম্বর) মিছিলটি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ মুক্ত মঞ্চ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ইসলামিয়া সুপার মার্কেট গিয়ে শেষ হয়। এ সময় ‘উড়ছে পাখি দিচ্ছে ডাক, আর্জেন্টিনা এবার নিবে বিশ্ব কাপ’ 'শিরাই শিরাই রক্ত, আমরা সবাই আর্জেন্টিনার ভক্ত' শ্লোগানে মুখরিত ছিল। এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় শতাধিক সমর্থক অংশ নেন। সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ২০০ ফুট লম্বা একটি আর্জেন্টিনার পতাকাসহ বিভিন্ন ব্যানার, বাঁশি, ফেস্টুন ও জার্সি পরিহিত ছিলেন।

সমর্থকরা জানান, আর্জেন্টিনা বরাবরই জনপ্রিয় ফুটবল দল। তবে গত বিশ্বকাপের চেয়ে এবারের স্কোয়াড অনেক ভালো। এবারের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে।

রাকিব নামের এক সমর্থক বলেন, ‘প্রিয় দলকে ভালোবেসে আনন্দ মিছিলে এসেছি। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকায় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জীবিত যা বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে।’

র‌্যালির আয়োজকরা বলেন, আর্জেন্টিনা প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তারা ৬০ ফুট দৈর্ঘ্যের পতাকাটি বানিয়েছেন। ২২ তারিখ আর্জেন্টিনার খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ র‌্যালির আয়োজন করেছেন।

আকাশ নামে এক ভক্ত বলেন, যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ, তাই এটি খুব স্পেশাল। আর্জেন্টিনা যদি এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তিনি ভোজের আয়োজন করবেন।

সেখানে কথা হয় ইকবাল, তারেক, লিয়ন, জুনায়েদ, রিজন, মহসিন, ইমরান, সাইমন, উচ্ছাস, সাব্বির, রবিন, শৈশব, সজিব, নাদিম, জিসান, সামিন, ফাহিম, মুশারফ, মাহিন, মাহিব, অর্নব, রাফাত, সৌরভ, শুভ, সুমনসহ আরও কয়েকজনের সঙ্গে। তারা জানান, ছোট থেকেই তারা মেসির ভক্ত, আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। তাদের আশা এ বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী খালিদ বিন সাঈদ বলেন, ‘ফুটবল মানেই আর্জেন্টিনা। কয়েকদিন পর ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। এ উপলক্ষে কিশোরগঞ্জে শোভাযাত্রা হবে শুনে অংশ নিতে এসেছি। আমরা শহরের প্রধান রাস্তাগুলো ঘুরেছি।’

এর আগে সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার উবাই পার্কে কিশোরগঞ্জ আর্জেন্টিনা ফ্যানদের গেট টুগেদার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এসময় প্যালান্টি সট, কুইজ প্রতিযোগিতা, কেক কাটা, উমুক্ত আলোচনা সভাসহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানে এডমিন আরিফ, জশিক, রাকিব, নাঈম, মহসিন, তুহিন, সাদেক, সজিব, তানভীর, মাহিব, আকাশ, রবিন, লিয়ন, আরাফাত, উচ্ছ্বাস সাহা প্রমুখ।

এসময় কুইজ, প্যালান্টি সট ও অন্যান্য প্রতিযোগিতা অংশ গ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: