তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ কয়েকটি দাবিতে সিলেটে দলীয় ৭ম গণসমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মূল সমাবেশ আজ অনুষ্ঠিত হলেও গত দুইদিন থেকে সমাবেশস্থলে অবস্থান করছিলেন দলীয় নেতাকর্মীরা।

আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন হবে না। যারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে তাদের চিহ্নিত করা হবে। তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে।’

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, সিলেট থেকে এই গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ শুরু হবে। বর্তমান সরকার কে জালেম উল্লেখ করে তিনি এই সরকারের পদত্যাগ দাবি করেন। তিনি সমাবেশ থেকে দেশের সকল রাজনৈতিক দল গুলোর উদ্দেশ্যে বলেন, সবাই ঐক্যবব্ধ হয়ে বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোমার আহবান জানান।

এর আগে, সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা আগেই শুরু হয়েছে। আজ শনিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাত আর জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে। কোরআন তেলাওয়াত করেন সিলেটে জেলা ওলামা দলের সভাপতি নুরুল হক আর জাতীয় সংগীত পরিবেশন করে সিলেট জেলা জাসাস নেতৃবৃন্দ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী পরিচালনায় করছেন তাদের সাথে রয়েছেন কাউন্সিলর কয়েস লোদী ও ফরহাদ চৌধুরী শামিম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা বেগম শাহনাজ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: