রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ

রাঙ্গামাটি শহরে রিজার্ভবাজারের মহসিন কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ। রবিবার (২০ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সদর সার্কেল পুলিশ সুপার জাহিদুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
খাদ্য সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে তাদের বসতঘর পুড়ে যায়। ফলে ১৭টি নিম্ন আয়ের পরিবারের সবকিছু পুড়ে যায়। তাই রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি এবং জেলা পুলিশের পক্ষ থেকে খুবই অল্প কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। যাতে পরিবারগুলো কয়েকদিন চলতে পারে।
তিনি আরো বলেন, এখানে স্থানীয় জনপ্রতিনিধি এবং বৃত্তবান যারা আছেন, তাদেরকে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: