গোপালপুরের দুর্ধর্ষ ট্রাক গাড়ি ডাকাতি

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৭:২২ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে পৌর শহরের মান্নান চেয়ারম্যানের বয়েল পার সংলগ্ন ভাঙ্গারি দোকানের সামনে থেকে একটি টাটা ১৬১৫ মডেলের ঢাকা মেট্রো ১৮- ৩২৯২ নং ট্রাক গাড়ি ডাকাতি ঘটনা ঘটে। জানা যায় গত (১৯ নভেম্বর) শনিবার রাত্রি ১:২০ সময় ট্রাক গাড়িটি নিয়ে চলে যায়। যা পাশের ঘরে থাকা একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। এর আগেও ওই স্থানে একই গাড়ি ট্যাংকি থেকে ডিজেল চুরি হওয়ার ঘটনা ঘটে।

গাড়িটির মালিক গোপালপুর বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মুকুল জানান, গোপালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরাও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি।

গোপালপুর থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন এ ব্যাপারে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ সংগ্রহ করছি, এবং বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: