জয়পুরহাটে ইয়াবা ও বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার ২

মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ৯ টার সময় পাঁচবিবি উপজেলা শহরের সোনাপট্টি এলাকা থেকে নেশা জাতীয় ৫০৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫টি বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দুই জন হচ্ছেন পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজারের আব্দুর রহমানের ছেলে শেখ রানা (৩০) ও আলী হোসেনের ছেলে জামাল হোসেন (৫০)। পাঁচবিবি উপজেলা শহরের সোনাপট্টি এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় জয়পুরহাট ক্যাম্পের র্যাব সদস্যরা।
এ সময় ৫০৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫টি বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ হাতেনাতে ওই দুই জনকে গ্রেফতার এবং তাদের নিকট থেকে মাদক বিক্রির ২ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ও রানা র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা এবং বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোমবার সকালে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে জানান, র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: