ডি এইচ মান্না

সিলেট প্রতিনিধি

সিলেটে জাল নোটসহ আটক ১

                       
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ২১ নভেম্বর ২০২২

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ৭ এপিবিএন সিলেটের অভিযানে জাল নোটসহ ১ জন চিহ্নিত চোরাকারবারি দলের সদস্যকে আটক করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিন সুরমা থানাধীন লালাবাজারস্থ বেঙ্গল ফুডে এপিবিএন পুলিশ পরিদর্শক এস.এম ওবায়েদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪টি ১হাজার টাকার জাল নোটসহ তানভীর নামের ১ জনকে আটক করে ৭ এপিবিএন সিলেট।

আটককৃত তানভীর কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মাইজপাড়া গ্রামের মৃত হাসেম এর ছেলে। সে চিহ্নিত চোরাকারবারি দলের সদস্য। এ ব্যাপারে এসআই মানিক মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ৭ এপিবিএন সিলেট এর সহকারী পুলিশ সুপার আছাবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালাবাজারে অভিযান পরিচালনা করে জালনোট পাচারকারী চক্রের ১ সদস্যকে জাল নোটসহ আটক করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হচ্ছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]