ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরন

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৩:৫৭ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন করা হয়েছে।সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরনের শুভ উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।

এসময় উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমম্মেদ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ,উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার রুবেল সরকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল প্রমুখ।

উল্লেখ্য ২১ নভেম্বর ২০২২হতে ৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ১০ ইউনিয়নে ভূরুঙ্গামারী উপজেলায় মোট ৮৫২ জন বীরমুক্তিযোদ্ধার মধ্যে মৃত ৩৯৬ জন বীর মুক্তিযোদ্ধা পাবে শুধু ডিজিটাল সাটিফিকেট ও ৪৫৬ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা পাবেন স্মার্ট আইডি কার্ডসহ ডিজিটাল সার্টিফিকেট।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: