পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল কলেজে শিক্ষার মান উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি ও ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম-সেবা। এসময় অনুষ্ঠান পরিচালনা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. শাহাদাৎ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, মাদারিপুর রেঞ্জ; অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ফরিদপুর সদর সার্কেল; অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইমদাদ হোসেনসহ শিক্ষক মণ্ডলী ও সাংবাদিক বৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম-সেবা বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা এবং কঠিন পেশা। শিক্ষার্থীরা সব সময় শিক্ষকদের অনুসরণ করে। শিক্ষার্থীরা সারাজীবন শিক্ষকদের মনে রাখে। আপনারা আদর্শ শিক্ষক হিসেবে একটি আদর্শ জাতি গঠন করতে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। শিক্ষার্থীদের শুধু এ প্লাস এর দিকে উৎসাহিত না করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করবেন। তিনি আরও বলেন, আশা করি পুলিশ লাইন্স স্কুল কলেজ আগামীতে ফরিদপুর জেলার মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং এবিষয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
এছাড়াও হাইওয়ে পুলিশ সুপার (মাদারিপুর রেঞ্জ) মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুাপর সুমন রঞ্জন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইমদাদ হোসেন শিক্ষার মান উন্নয়নে গঠনমূলক বক্তব্য রাখেন।
এদিকে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহম্মদ আব্দুল কাইয়ূম শেখ প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং প্রতিষ্ঠানকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে গঠনমূলক বক্তব্য রেখে অনুষ্ঠানের সভাপতি হিসেবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: