'সাংবাদিকদের লেখনিতে আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করবো'

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৭:২৭ পিএম

আবু হুরাইরা, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে: সাংবাদিকদের লেখনিতে আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করবো। আপনাদের সমালোচনার মাধ্যমে আমরা পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করবো। আপনাদের লেখনির মাধ্যমে আমাদের ডিরেকশন দিবেন।

মঙ্গলবার বিকাল ৩ টায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের আয়োজনে প্রশাসন ভবনের কনফারেন্স রুমে 'মিট দ্য প্রেস' প্রোগ্রামে বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র মুখে স্বিকারক্তি দিয়ে নয় বরং আন্তর থেকে ভালোবাসতে হবে। বিশ্ববিদ্যালয়ের চলমান যে সংকট রয়েছে, সেই সংকট আপনাদের মাধ্যমে ও বিভিন্নভাবে জানতে পেরেছি। আমরা ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলে এগুলো সংশোধন করবো।

সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে তিনি সমাবর্তন, আবাসন সংকট, মাদকমুক্ত ক্যাম্পাস, ডিজিটালাইজেশন, ডিজিটাল আইডি কার্ড, অন স্টপ সার্ভিস, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ইকুয়েপমেন্টের পর্যাপ্ততা নিশ্চিতকরণসহ বিভিন্নদিক আলোচনা করেছেন।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ইবি ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, রেজিস্ট্রার এইচ.এম আলি হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রেস প্রশাসক সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার মাসুম, সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সহ-সভাপতি রুমি নোমান, আহসান নাঈম প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: