ধামইরহাটে দিনব্যাপী স্কাউটস কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম

রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) থেকে: নওগাঁর ধামইরহাটে দিনব্যাপী স্কাউটস ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা স্কাউটসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. আরিফুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, উপজেলা  শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, উপজেলা স্কাউটসের সম্পাদক মো. মাসুম রানা
প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রায় ৬৮ জন অংশ গ্রহণ করেন। কর্মশালায় কোর্স পরিচালনা করেন রাজশাহী অঞ্চলের লিডার ট্রেনার হারুন অর রশিদ, সহকারি লিডার ট্রেনার রেজুয়ান হোসেন, কমিশনার প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক মাসুম রানা, সহকারি কমিশনার শাহিনুর রহমান, উপজেলা স্কাউটস লিডার আবুল বাশার, উপজেলা স্কাউটের সহসভাপতি আবু ছালেহ প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: