বেয়াদবির একটা সীমা আছে: ওবায়দুল কাদের

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৭:৫৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তারেক রহমান লন্ডনে বসে অপমানসূচক কথা বলছেন। সরকারপ্রধানকে ‘‘তুইও’’ বলে, ‘‘তুমিও’’ বলে। বেয়াদবির একটা সীমা আছে।’ বুধবার (২৩ নভেম্বর) বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

এ সময় ক্ষোভ প্রকাশ করে আ. লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘১৫ আগস্টের মাস্টারমাইন্ড জেনারেল জিয়াউর রহমান, ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান)। এই খুনিরা আওয়ামী লীগকে সহ্য করে না। এই দল আওয়ামী লীগকে সহ্য করতে পারে না, শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। লন্ডন থেকে বলে ‘‘হাসিনা’’। ‘‘তুইও’’ বলে, ‘‘তুমিও’’ বলে। বেয়াদবির একটা সীমা আছে।’

ওবায়দুল কাদের বলেন, লন্ডনে সাজাপ্রাপ্ত তারেক রহমান নাকি তাদের (বিএনপি) নেতা। বিএনপি তাকে নেতা মানতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে নেতা মানতে পারে না। তার নেতৃত্ব বাংলাদেশের মানুষ কোনও দিনও পছন্দ করবে না, ঘৃণা করবে। তিনি বলেন, ‘দেশে এখন সরকার হটানোর চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে, পরাজিত করার কোনও শক্তি নেই।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনিদের অব্যাহতি দিতে সংবিধানে কুখ্যাত আইন করেছিলেন, ভুলিনি মির্জা ফখরুল। ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড, জাতীয় নেতাদের খুনিদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছেন। আমরা ভুলিনি। বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করেছেন। বিএনপি আমাদের মারতে চায়, হত্যা করতে চায়। কথায় কথায় বলে, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: