এই সরকার জাতির জন্য একটা বোঝা: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে নতুন নাটক করছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনাসভায় তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, বহু ঘটনা, বহু উত্থান-পতন, বহু নির্যাতন-নিপীড়ন,বহু মানুষের জীবন নষ্ট, গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া, মিথ্যা মামলা-গায়েবী মামলা আমরা সব দেখছি। সরকার অগ্নি সন্ত্রাসের কথা বলে।
ফখরুল বলেন, সরকার এসব নিয়ে নাটক করছে। এসব নাটকের উদ্দেশ্য আছে। মূল যে দাবিগুলো নিয়ে মানুষ যে তার চাহিদা নিয়ে, তার যে প্রাণের দাবিগুলো নিয়ে সামনে এগিয়ে আসছে। এই আন্দোলন যে শুরু হয়েছে এটাকে ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে যাওয়া-এটা হচ্ছে তার মূল লক্ষ্য। তিনি বলেন, সাধারণ মানুষের দুঃখ কষ্ট না দেখে আওয়ামী লীগ নেতারা মালয়েশিয়া, কানাডা ও সিঙ্গাপুরের রঙিন জীবন দেখছে।
আ. লীগ সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দুর্ভিক্ষ হয়। আওয়ামী লীগের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তাদের দুর্নীতি লুটপাট দুর্ভিক্ষের অন্যতম কারণ। তিনি বলেন, সরকার হটাতে জনগণের ঐক্যের মধ্য দিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারকে সরে যেতে হবে, নতুন নির্বাচন দিতে হবে, কোনো দলীয় সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে।
দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকরণ করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, পুলিশ প্রশাসনই বলুন আর সিভিল প্রশাসনই বলুন-সব তোষামোদি। কিভাবে বস খুশি হবেন, কিভাবে আপনার এক নাম্বার সব খুশি হবেন সেই কাজই তারা সারাক্ষণ করতে থাকেন। সবচেয়ে বড যে কাজটা তারা করেছে দুর্নীতিকে পুরোপুরিভাবে প্রতিষ্ঠানিকরণ করেছে। এমন একটা খাত নেই যে খাতে তারা দুর্নীতি করে নাই।
তিনি বলেন, এখন আওয়ামী লীগ আমাদের জন্য একটা বিশাল বোঝা হয়ে গেছে। জাতির জন্য বোঝা। এই বোঝাকে যদি কাঁধ থেকে সরাতে না পারি তাহলে এদের সঙ্গে আমরা সবাই ডুবে যাবো, ডুবতে বসেছি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: