কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্ব মাহি-আকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হলেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুহা. মহিউদ্দিন মাহিকে এবং সাধারণ সম্পাদক হলেম দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ ইউসুফ আকাশ। এতে ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। এর আগে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি হলেন দৈনিক আজকালের খবরের প্রতিবেদক মীর শাহাদাত হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক হলেন দৈনিক ইত্তেফাকের প্রতিবেদক জান্নাতুল ফেরদাউস, অর্থ-সম্পাদক হলেন দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ার, দপ্তর সম্পাদক হলেন মানবকন্ঠের প্রতিনিধি জুবায়ের রহমান, তথ্য ও পাঠাগার সম্পাদক দৈনিক যুগান্তরের সাঈদ হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদে বিডি২৪লাইভের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ শাহীন আলম ও বায়ান্ন টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩-এর নির্বাচন কমিশনার প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম।
উল্লেখ্য, নবনির্বাচিত এ কমিটি সমিতির অষ্টম কার্যনির্বাহী পরিষদ। বর্তমান কমিটির দায়িত্ব হস্তান্তরের পর থেকে নতুন এ কমিটি দায়িত্ব পালন করবেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: