বুড়িগঙ্গায় যাত্রী পারাপারের খেয়া নৌকাডুবি

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১০:৩৭ পিএম

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় খেয়া পারাপারের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় নৌকাটিতে চারজন যাত্রী ছিল, তবে নৌকাডুবির সাথে সাথে আশেপাশের অন্যান্য মাঝিরা দ্রুত পানি থেকে যাত্রীদের টেনে তুললে কোন হতাহতের ঘটনা বলে ঘটেনি বলে নিশ্চিত করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর গুদারাঘাট আলম মার্কেট বরাবর এই ঘটনা ঘটে।

খাজা মার্কেট ঘাটের মাঝি আব্দুস সবুর মিয়া জানান, সন্ধ্যার সময় পটুয়াখালীগামী কয়েকটি লঞ্চ একসাথে ঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় অতিরিক্ত ঢেউয়ের সৃষ্টি হলে তাতে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা চার যাত্রীকে আমি সহ কয়েকজন মাঝি দ্রুতই টেনে আমাদের নৌকায় তুলে ফেলি।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান জানান, নৌকাডুবির সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও নো পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় মাঝিরা নৌকাডুবিতে পানিতে পড়ে যাওয়া চারজনকে উদ্ধার করে। তারপরেও অন্যান্য আরো যাত্রী ছিল কিনা এই আশঙ্কায় প্রায় এক ঘন্টা উদ্ধার অভিযান চালানো হয়। তবে এ সময় আর কাউকে না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: